আলোকিত নারায়নগঞ্জঃ
নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রয়াত বিজ্ঞ সদস্য এড. হারুন অর রশিদ এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়। ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ডিজিটাল বার ভবনে সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় শোক সভায় জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মাহাবুবর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর এড. ওয়াজেদ আলী খোকন, জিপি এড. মেরিনা বেগম, জেলা আইজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, এপিপি এডঃ সেলিনা ইয়াসমিন, আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এডঃ বিদ্যুৎ কুমার সাহা, সিনিয়র আইনজীবী এডঃ সরকার হুমায়ূন কবির, এডঃ জাকির, বীর মুক্তিযোদ্ধা এডঃ নুরুল হুদা, এডঃ ফজলুল হক ভূইয়া প্রমুখ।
আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া বলেন, নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির সিনিয়র এডভোকেট হারুন-অর-রশিদ স্যার আমাদের ছেড়ে চলে গিয়েছেন তার পক্ষ থেকে আমরা আইনজীবী সমিতি ক্ষমা প্রার্থনা করছি। যদি উনি কাজ করতে গিয়ে জানা অজানায় আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে তাকে আপনারা ক্ষমা করে দিবেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে তার জন্য দোয়া করবেন।
শোক সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন কোট মসজিদের ইমাম মুফতি দেলোয়ার হোসেন সরকার।