আলোকিত নারায়নগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো.মোস্তাফিজুর রহমান বলেন,আপনার আমাদের সেবায় কতটুকু সন্তুষ্ট এবং থানার কার্যক্রম সঠিকভাবে চলছে কিনা তা দেখার জন্য এই ওপেন হাউজ ডে। আমরা প্রথমত এইটা নিশ্চিত করতে চাই যে জিডি এবং মামলা করতে কোনো টাকা দরকার হয় না। ইতিমধ্যে প্রতিটি থানার ডিউটি অফিসারের রুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি, যা সরাসরি জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে মনিটরিং করা হবে। আজকে যদি থানার ভালো হয় তাহলে জেলার ভালো হবে আর যদি জেলার ভালো হয় দেশের জন্যে ভালো হবে।আমরা চাই আপনাদের সাথে নিয়ে প্রতিটি ওয়ার্ডভিত্তিক মাদক নির্মূল কমিটি করতে। করোনা শিথিল হলে এই কমিটি নিয়ে কাজ করবো। আমরা চাই আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আদর্শ নারায়ণগঞ্জ গড়ে তুলতে। আমরা এমন একটি নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই যা সারা বাংলাদেশের জন্য মডেল হবে।
মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানা প্রাঙ্গণে ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের ভুলত্রুটি থাকতেই পারে, কারণ এতো বিশাল জনগোষ্ঠী এই কয়েকজন পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব না। যেটি ভুল হবে সে সম্পর্কে আমাদের জানান। আপনাদের জন্য আমাদের জেলা পুলিশ সুপার কার্যালয় ২৪ ঘন্টা খোলা। মাদক ও ইভিটিজং একা নির্মূল করা সম্ভব না। আমরা চাই প্রতিটি ওয়ার্ডে মাদক নির্মূল একটি কমিটি করে দিতে। করোনা শিথিল হলে এই কমিটি নিয়ে আমরক কাজ করবো। পুলিশের একার পক্ষে কোনো সমস্যা সমাধান করা সম্ভব না। যে কমিটি গঠন করা হবে সেখানে লক্ষ্য রাখতে হবে যেন সর্ষের মধ্যেই ভূত না থাকে। সব সমস্যা সমাধনের মূল উপকরণ হচ্ছে সচেতনতা আর এই সচেতন নাগরিকদেরকে নিয়ে আমরা সব সমস্যা সমাধান করবো।
অনুষ্ঠানে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসলাম হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার( ‘ক’ সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, কুতুবপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা কমিউনিটি পুলিশিং’র সভাপতি মীর মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।