আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের অপরাধ জগতের নতুন আতঙ্ক কিশোর গ্যাং। এমন কোন কাজ নেই যা এরা করতে পারে না। বয়স দেখলে বোঝার কোন উপায় নেই এদের সংঘটিত অপরাধ কী ভয়ঙ্কর। কিশোর গ্যাং এর সদস্যরা বর্তমানে তাদের এ সকল অপরাধকে বৈধতা দিতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন ভুঁইফোড় সংগঠন বা কাউয়ালীগ টাইপ সংগঠনের সাথে যুক্ত হচ্ছে। আর এসব ভুইফোর সংগঠনের পদ-পদবী ব্যবহার করে তারা আগের চেয়েও বেশী বেপরোয়া ও ভয়ঙ্কর হয়ে উঠেছে।
এ সকল কিশোর গ্যাং দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছেন এমন কয়েকজন ভুক্তভোগীরা জানান, ক্লিন ইমেজের একজন প্রভাবশালী সাংসদের পুত্র ও মহানগর ছাত্রলীগের শীর্ষ নেতার নাম ভাঙিয়ে নানা অপকর্ম করার অভিযোগ উঠেছে ভুঁইফোড় সংগঠন হিসাবে পরিচিত মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি পদধারী কিশোর গ্যাং লিডার আরিয়ান রিফাত ও তার গ্যাংয়ের বিরুদ্ধে। এতে সাংসদপুত্র ও ছাত্রলীগ নেতাদের ইমেজ ক্ষুণ্ন হচ্ছে।
সূত্রে জানা যায়, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি আরিয়ান রিফাত ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশ এই দুইজনের নেতৃত্বে চলে তাদের গঠিত কিশোর গ্যাং। তাদের অন্যতম সহযোগী হচ্ছে অর্ক (১৮), মাদক রাজ্যের এমন কোনো মাদকদ্রব্য নেই, যা এ অর্কের কাছে পাওয়া যায় না বলেও অভিযোগ করে খোদ অর্কের এলাকাবাসী। তাছাড়া, শুধু মাদকই নয়, প্রকাশ্যে চাষাড়ায় ফুটপাত থেকে চাঁদাবাজি, চাঁদা না দিলে দোকানদারের মারধর করা, রাস্তায় মেয়েদের উত্যক্ত করা, ইভটিজিং সহ, ভাসমান খাবার দোকানগুলোতে খাবার খেয়ে পয়সা না দেওয়াসহ এমন অনেক অভিযোগ রয়েছে অর্ক, রিফাতসহ তাদের গ্যাংয়ের বিরুদ্ধে। কিন্তু ক্ষমতাসীনদলের ভুঁইফোড় সংগঠনের সাথে যুক্ত থাকায় কেউ এদের প্রতিবাদ বা এদের বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দিতে পারে না বলেও জানায় ভুক্তভোগীরা। আবার কেউ যদি প্রতিবাদ করে, তাহলে তার উপর চলে নির্মম নির্যাতন।
আরও জানা যায়, এ কিশোর গ্যাংয়ের আরেক সদস্য মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শাকিল, যার কাজ হলো চাষাড়ায় বসে আড্ডা দেয়া, মেয়েদের উত্যক্ত করা, কেউ প্রতিবাদ করতে গেলে এমপির ছেলে ও তার বন্ধুদের নাম ভাঙিয়ে ভয় দেখিয়ে মারধর, হুমকি-ধমকি দেয়া।
জানা যায়, সঠিক তথ্য না থাকলেও লোকমুখে শোনা যায়, সে কয়েকবার খারাপ প্রকৃতির মেয়েদের সাথে ধরাও পড়েছে এবং ঐ সকল স্থান থেকে সাংসদ পুত্রের নাম ভাঙিয়ে দলের ও ভুইফো
ভুঁইফোড় সংগঠনরন পদবী ব্যবহার করে ছাড় পেয়ে আসে এবং পুনরায় অপকর্মে জড়িয়ে পড়ে। এতে করে সাংসদ পুত্রের ইমেজ নষ্ট হচ্ছে বলে মনে করেন নারায়ণগঞ্জবাসী ও ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ও সচেতন মহলের মতে, এই ধরনের কিশোর গ্যাং যারা চাঁদাবাজি, মাদক ব্যবসা, মাদক সেবন, ইফটিজিং করে তারা বঙ্গবন্ধু সৈনিক লীগের মতো বিভিন্ন ভুঁইফোড় সংগঠনে যুক্ত হয়ে ও নানা অপকর্ম করে আওয়ামীলীগের দুর্নাম করছে। তাই অবিলম্বে বেপরোয়া এ কিশোর গ্যাংয়ের সদস্য রিফাত, অর্ক, শাকিলসহ তাদের অন্যান্য সহযোগী ও অন্যান্য কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং গোটা নারায়ণগঞ্জবাসীকে এ কিশোর গ্যাং আতঙ্ক থেকে মুক্তি দেয়া হোক বলে দাবী করেন তারা।
উল্লেখ্য, ছবিতে প্রমানসহ রয়েছে মদের বোতল হাতে নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি আরিয়ান রিফাত, তিন বোতল মদ নিয়ে বসে আছে অর্ক (১৮)।