আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন কাশিপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় ভাতিজার জায়গা জোর পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায়, অনলাইন নিউজ পোর্টাল লাইভ নারায়ণগঞ্জ এর সিনিয়র ফটো সাংবাদিক আলী হোসেন টিটু তার চাচা আব্দুল কাইয়ুম, নুর আমিন, নুর জামালের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত প্রত্যেকে পশ্চিম দেওভোগ বাংলা বাজার এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে।
অভিযোগে সাংবাদিক টিটু উল্লেখ করেন যে,
আমার চাচারা জোর পূর্বক ভাবে আমাদের জায়গা দখল করে নেয়ার চেষ্টা করছে। আমি বাধা প্রদান করলে আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। তারা ভূমি দস্যুদের মত এসে আমার জায়গায় এসে ঘড় তুলতে চায়। এলাকার মুরুব্বীদের মাধ্যমে শালিশ-বিচারে জমি দখল করতে নিষেধ করা সত্বেও তা মানতে নারাজ তারা। আমার চাচাদের বিরুদ্ধে ঢাকা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ১৭০/২০২০।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, বড় দেওভোগ মৌজার সিএস ২৩৪,২৩৫ এবং ৪২০,৪২১ দাগে আমার দাদা শেখ লেদুর নামে ৭৫ শতাংশ জমি রেকর্ড হয়। ১৯৪৪ সালে ওই খান থেকে তিনি দুই দাগে ৪০ শতাংশ বিক্রি করেন। বাকি ৩৫ শতাংশ থেকে শেখ লেদুর ছেলে মৃত আলাউদ্দিনের অংশ বিক্রি করা হয় নাই। আমার পিতা আলাউদ্দিন স্বাবালক হওয়া সত্বেও তাকে নাবালক বানিয়ে ১৯৪৭ সালে আব্দুল খালেক ও বারেক আমার ফুফু আছিয়া থেকে ৯ শতাংশ জায়গা দলিল করে নেন। যার দলিল নম্বর ১১২০। শুধু তাই নয়, ফুপু জমি পাবে ৪ শতাংশ করে অথচ বিক্রি করে গেছে ৫৩ শতাংশ। যা আইনত গ্রহন যোগ্য নয়। এ বিষয়ে আমি জানতে পেরে বাধা দিলে কাইয়ুম গং আমার নামে মিথ্যা অভিযোগ করে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুলিশ প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবী জানাই।
অভিযোগের প্রেক্ষিতে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লা এস আই বারেক তদন্তে যান।
এ বিষয়ে ফতুল্লা থানার এস আই বারেক বলেন, এ জায়গা নিয়ে সুপ্রিম কোর্ট আদালতে মামলা চলমান রয়েছে। এখানে কোন ধরেন বিশৃংখলা যেন না হয় তার জন্য সবাইকে সতর্ক করে দেয়া হয়েছে। কাগজ পত্র দেখানোর জন্য তাদের কে ডাকা হবে। আদালতে মামলা চলাকালিন অবস্থায় কেউ কোন কাজ করতে পারবে না।