আলোকিত নারায়নগঞ্জঃ
নাসিক ১৬ নং ওয়ার্ডের ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ এলাকা গার্মেন্টস গলির বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন সহিজান সড়কে বহু মানুষের বসবাস। কিন্তু কয়েক দিন যাবৎ সেইখানে রাস্তার মধ্যে ড্রেনের সেলাব ভাঙ্গার কারনে একটি বিপজ্জনক গর্তের সৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
গত ১০ দিনের বেশি সময় ঘুরে গেলেও গর্ত মেরামত হয়নি বলে অভিযোগ। এক কথায় প্রাণের ঝুঁকি নিয়েই এই গর্তের পাশ দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে বলে জানা গেছে। ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে পথচলতি মানুষের অভিযোগ।
ড্রেনের সেলাব ভেঙ্গে গিয়ে এই বিপজ্জনক গর্ত সৃষ্টি হয়। গর্তটির পাশে কাঠের মধ্যে ছোট লাল কাপড়ের টুকরা দিয়ে চিহ্নিত করা হলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। তাই যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটার প্রবল আশংকা রয়েছে। রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন এটাই চাইছেন পথ চলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দা সকলেই।
অভিযোগ, বড় গর্ত হওয়ার কারনে গাড়ি চলাচল করাই মুশকিল। তার উপরে জল জমে থাকলে গর্তের গভীরতা অনুমান করা সম্ভব হয় না চালকদের পক্ষে। ফলে নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। স্কুটার, অটো, রিকসা, মোটরবাইক-আরোহীরা পড়ে গিয়ে আহত হচ্ছেন।
এ ব্যাপারে নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর সজল বলেন, গার্মেন্টস গলিতে বড় একটি গর্ত সৃষ্টি হয়েছে আজ ব্যাপারটি শুনলাম। আমার পিএসকে এ ব্যাপারে ঘটনার তদন্তের জন্য বলেছি। ইতি মধ্যেই সে তদন্ত শুরু করে দিয়েছে। তদন্ত শেষে কাজ শুরু করবো।