আলোকিত নারায়ণগঞ্জ:
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের ফুলেল শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠানে বিশাল মিছিল নিয়ে যোগদান করে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদল।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে এ শ্রদ্ধা জানানো হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল এ দোয়ার আয়োজন করে। দোয়ায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল।
এদিকে, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদল আয়োজিত এ দোয়ায় জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে নারায়ণগঞ্জ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালু, স্বেচ্ছাসেবকদল নেতা মনিরুজ্জামান মনির, জাহিদ আমির, জাকির হোসেন রবিন, ফারুক হোসেন সানি, রাসেল মাহমুদ, আব্দুল হালিম, শফিউল আজম রাজু, রাসেল আহম্মেদ, আনোয়ার হোসেন গাজী, দেলোয়ার, আয়নাল, খোকন, গাজী আহসান, নুরুল হক, শফিক, নয়নসহ জেলা স্বেচ্ছাসেবকদলের সর্বস্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, শনিবার (১৭ সেপ্টেম্বর) মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের ১৪৯ সদস্য বিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।