আলোকিত নারায়ণগঞ্জ:
রোববার মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে আহলে সুন্নতে ওয়াল জামায়াতের ডাকা গণজমায়েত বন্ধ না করলে নারায়ণগঞ্জে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন জেলা হেফাজত ইসলামের আমির, ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল। তিনি বলেছেন, যদি আগামীকাল সরকার এই বিদাআত ও শিরকওয়ালাদের গণজমায়েত বন্ধ না করে তাহলে আগামীকাল নারায়ণগঞ্জে রক্তের বন্যা বয়ে যাবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে হেফাজতে ইসলামের সদ্য প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীর স্মরণে মহানগর ওলামা পরিষদের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আল্লামা শফী সবসময় শিরক ও বিদাআতের বিরুদ্ধে কাজ করে গেছেন। যারা শিরক বিদাআতের নামে আগামীকাল চুনকা পাঠাগারের সামনে গণজামায়েত ডেকেছো আমাদের শরীরের তাজা রক্ত দিয়ে তা প্রতিহত করবো। তাদেরকে কালকে গণজামায়েত করতে দেয়া হবে না।
উপস্থিত ছিলেন জামিয়া মাদানিয়া মাদ্রাসার মুহতামিম নূর হোসেন কাসেমী, মহানগর ওলামা পরিষদের সভাপতি ফেরদাউসুর রহমান, সহসভাপতি মাওলানা শাহজালাল, মাওলানা ইউসুফ, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি আবু সাঈদ, মুফতি মাসুম বিল্লাহ, আলীরটেক মাদ্রাসার মুহতামিম মুফতি হাবিবুর রহমান প্রমুখ।