জিনাত সুলতানা সুমি। কাজ করছে ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেস নিয়ে।নারায়ণগঞ্জ জন্মস্থান হওয়ার সুবাদে শৈশব কৈশোর বানিজ্যিক পরিবেশের সান্নিধ্যে অর্জন করার সুযোগ হয়। জীবন সংসার কি সেটা বুঝার আগে বিয়ের পিঁড়িতে বসতে হয়। খুব রক্ষনশীল পরিবার এবং মা হয়ে যাওয়া, বাচ্চা এবং পরিবারের জন্য ব্যস্ত হয়ে যাওয়া।
২০১৬ সালের শেষ দিকে অবসর সময় নস্ট না করে।সংসারের পাশাপাশি কিছু করার ইচ্ছা জাগে তার। খুব শখ ছিলো ফ্যাশান ডিজাইনার হওয়ার। কিন্তু সপ্নটা সপ্নই রয়ে যায়। ছোট ভাই,আর মা অনুপ্রেরণায় সাহস পান কিছু করার। শুরু করেন Zinat fashion
এ-র মাধ্যমে উদ্যোক্তা হিসেবে যাত্রা । কাজ করছেন অনেক উদ্যোক্তাদের সাথে।
মেয়েদের জন্য চলার পথটা অত সহজ হয়ে ওঠে না।
পরিবার এবং পরিবেশ বেশ কঠিন। অনেক কিছু পেরিয়ে আজ এখানে এসেছেন। আরো অনেক দুর যাওয়া বাকি।পণ্য,সততা,দক্ষতা দিয়ে এগিয়ে যাচ্ছেন। নিজের লক্ষ্য পৌঁছানোর প্রত্যাশা নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ক্লায়েন্টদের দোয়া এবং উৎসাহ দেখে কাজ করার আগ্রহ আরো বেড়ে যায়। দক্ষতা এবং শ্রম দিয়ে চেষ্টা করছেন স্বপ্ন বাস্তবায়নের। লক্ষ্য নিজের নামটাকে ব্যান্ড পর্যায়ে নিয়ে যাওয়ার।
নিজের পণ্য বিক্রি করে থাকেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় । এমনকি দেশের বাইরেও পাঠান।
খুব অল্প সময়ে “Zinat fashion ” অর্জন করেছেভোক্তাদের অগাধ আস্থা ও বিশ্বাস । ভবিষ্যতে আরো ভালো কিছু করার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ সারা পৃথিবীতে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে গৌরব অর্জন করবে সেই লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন। সবার কাছে দোয়া চান।