আলোকিত নারায়নগঞ্জঃ
৯ অক্টোবর শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টায় ফতুল্লা থানাধীন ইসদাইর বুড়ির দোকান এলাকায় নাইন নামের ২০ বছরের এক যুবক খুন হয়। নিহত নাইম খলিল মিয়ার ছেলে।
জানা গেছে, ঘটনাস্থলে খুন করে পালিয়ে যাবার সময় হাবিব ও হৃদয় নামের ২ জনকে এলাকাবাসী আটক করে ফতুল্লাথানা পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এলাকার লোকজন সেই দুইজন আসামীকে পুলিশের কাছে তুলে দেয়। পুলিশ নিহত নাইমের লাশটিকে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসী সূত্রে আরো জানা যায় হাবিব ও হৃদয় কিশোর গ্যাংদের সক্রিয় সদস্য। ঘটনাস্থলে আরো কয়েকজন ছিল কিন্তু এলাকাবাসীর চিৎকারে বাকীরা পালিয়ে যায়।