আলোকিত নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে প্রতিবন্ধীদের জন্য নির্মিত একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের মাঝে চিত্রাকংন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে কালিরবাজারস্থ এ স্কুল প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
সাহসী এ শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সময়ের অন্যতম এক সাহসী সৈনিক জেলা পরিষদ সদস্য মোস্তফা হোসেন চৌধুরী।
দীর্ঘ এক মাস মরণঘাতি করোনার সাথে যুদ্ধ করে জয়ী হয়ে ফিরে এসেই তিনি নেমে পড়েন সমাজসেবায়। পুনঃ সুচনার শুরু করেন বুদ্ধি প্রতিবন্ধীদের নিয়ে।
লায়ন্স ক্লাব ও জেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতার শুরু থেকে সারাদিনই তিনি বিশেষ এ বাচ্চাদের নিয়ে সময় কাটান।
এসময় মোস্তফা চৌধুরী বলেন, প্রথমেই মহান আল্লাহ তায়ালার অশেষ শুকরিয়া এবং আমার শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে।
তিনি বলেন, আমি সুস্থ হয়ে বাড়ি ফেরার পর থেকে আমার টিম মোস্তফা-১৯ এর সদস্যদের নিয়ে কাজ চলমান রেখেছি। আজ এ বিশেষ বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতায় সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি তাদের সকলের উত্তোরত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি।