আলোকিত নারায়ণগঞ্জ
দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা ও ভালোবাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, স্বাধীনতা পদক প্রাপ্ত (মরণোত্তর) ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম এ,কে,এম শামসুজ্জোহার মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মরহুমের পরিবার ও নারায়ণগঞ্জ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন দিনভর নানা কর্মসূচী পালন করে। কর্মসূচির মধ্যে ছিলো পবিত্র কোরআনখানি, শোক র্যালী, কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত, দোয়া, মিলাদ ও আলোচনা সভা।
সকালে জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর যুবলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, জেলা ও মহানগর কৃষকলীগ, জেলা তাতীলীগ,
মহানগর স্বেচ্ছাসেবকলীগ, পিপি এডঃ ওয়াজেদ আলী খোকন, আইনজীবী সমিতি ও শামসুজ্জোহা’র নাতি অয়ন ওসমানের পক্ষেসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও দোয়া করা হয়।
বিকেলে মরহুমের পরিবারের পক্ষ থেকে চাষাড়ায় ঐতিহ্যবাহী হীরামহলে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যায় আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়ার আয়োজন করা হয়।
বিকেলে চাষাড়ায় অনুষ্ঠিত দোয়ায় এ.কে.এম সামসুজ্জোহার মেঝ ছেলে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, ছোট ছেলে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দু হাই, সহ-সভাপতি আরজু রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া,
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, প্রচার সম্পাদক এমএ রাসেল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডঃ ওয়াজেদ আলী খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, আওয়ামীলীগের নির্বাহী পরিষদের সদস্য এডঃ আনিছুর রহমান দিপুসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া কয়েক হাজার কর্মী-সমর্থক এবং বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ এতে অংশ নেন।
স্মরণসভায় সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত সবার কাছে তার প্রয়াত বাবা এ.কে.এম সামসুজ্জোহা, মা ভাষা সৈনিক নাগিনা জোহা এবং বড় ভাই সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানসহ উপস্থিত সকলের পরিবারের আত্মার মাগফেরাতের জন্য দোয়া কামনা করেন।
এ কে এম শামসুজ্জোহা ১৯৮৭ সালের ২০ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে ভাষা সৈনিক, আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সদস্য, গণ পরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সংসদ সদস্য। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাক সেনাদের হাতে আটক বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গিয়ে পাক সেনাদের গুলিতে আহত হয়েছিলেন তিনি। মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি ২০১২ সালে মরণোত্তর স্বাধীনতা পদক লাভ করেন।