আলোকিত নারায়ণগঞ্জঃ
২০১২ সালে সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনে অগ্নিকান্ডের ৮ বছরেও হতাহতের পরিবার ক্ষতিপূরণ, দীর্ঘ মেয়াদী চিকিৎসা না পাওয়ায় ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা শ্রমিক সংহতি ফেডারেশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ইয়াছিন আহমেদ রোমেল, অর বিন্দু বেপারি বিন্দু, নারায়ণগঞ্জ জেলা সভাপতি এড. সুমন মিয়া, সাধারণ সম্পাদক আল আমিন বেপারি, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক এসএ বিপ্লব প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তাজরীন ফ্যাশনের অগ্নিকান্ডে ১১৩ জন শ্রমিক দগ্ধ হয়ে মারা যায়। আহত হন আরো অনেকে। কিন্তু আজ হতাহতের পরিবারের কেউ কোন খবর নেয় না। যখন অগ্নিকান্ডের ঘটনা ঘটে তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিলো হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ, দীর্ঘমেয়াদি চিকিৎসা ও হতাহতের পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকুরী প্রদানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু তাজরীনে অগ্নিকান্ডের আজ ৮ বছর পার হয়ে গেলেও তারা তাদের সেই প্রতিশ্রুতি রাখ নাই। তারা শুধু মালিকপক্ষেরই তাবেদারী করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন এই সরকার নাকি শ্রমিকবান্ধব সরকার। কিন্তু শ্রমিকদের সমস্যা সমাধানে, তাদের মৌলিক ৫টি অধিকার পূরণে তারা আজ ব্যর্থ। আমরা চাই তাজরীনসহ সব ধরনের দূর্ঘটনায় যত শ্রমিক ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে যাতে তাদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হয়। এবং দূর্ঘটনার পিছনে যত দোষীরা রয়েছে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।
মানববন্ধন শেষে জেলা শ্রমিক সংহতি ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন, মো. সুমন মিয়াকে সভাপতি , সহসভাপতি মো দিদার হোসেন, এড. মোস্তাক আহমেদ, মাসুদ রানা, সাধারণ সম্পাদক আল আমিন বেপারী,যুগ্ম সাধারণ সম্পাদক এস এ বিপ্লব, কোষাধ্যক্ষ মারুফা, দপ্তর সম্পাদক আকাশ সরকার, প্রচার সম্পাদক নূর ইসলাম, আইন সম্পাদক এড.আলী আজ্জম, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, সদস্য ড. কামরুজ্জামান, মো. আঞ্জু মিয়া।