আলোকিত নারায়ণগঞ্জঃ
করােনা সংক্রমনের দ্বিতীয় ধাপ প্রতিরােধমূলক
সর্তকতায় আইনজীবীদের মাস্ক পড়ার উপর বিশেষ
নজরদারি শুরু করেছে জেলা আইনজীবী সমিতির
সভাপতি এড.মুহাম্মদ মােহসীন।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ডিজিটাল বার ভবনে
আইনজীবী সমিতির সদ্যসদের নিয়ে তিনি পরিদর্শনে যান। এ সময় যারা মাস্ক না পড়া ছিলাে তাদেরকে সর্তক হওয়ার আহ্বান জানান আইনজীবী এই নেতা।
এ সময় এড. মােহসীন মিয়া বলেন, যারা মাস্ক ব্যবহার করছে না তাদেরকে আমরা সর্তক করছি।করােনার দ্বিতীয় ধাপ সামনে আসছে,তাই আমাদের এখন থেকে সচেতন হতে হবে। আমি আইনজীবীসহ সকল ভাই-বােনদের বলছি মাস্ক ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। নিজে বাঁচুন,পরিবারকে বাঁচান এবং অন্যকে সুস্থ রাখুন।