আলোকিত নারায়ণগঞ্জঃ
তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন(সিবিএ) (রেজি.নং- বি ১১৯৩) নারায়ণগঞ্জ’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০৩ ডিসেম্বর) সকালে ডনচেম্বার তিতাস গ্যাস টি এন্ড কোং লিঃ এর প্রাঙ্গণে দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন(সিবিএ) নারায়ণগঞ্জ’র সভাপতি হিসেব নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন মোঃ হানিফ মিয়া।
এছাড়াও সহ-সভাপতি পদে খায়ের আহমেদ, মীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন প্রধান, অর্থ সম্পাদক পদে সৈয়দ মাসুদুল করিম, সাংগঠনিক সম্পাদক শরীফুল আসাদ, দপ্তর সম্পাদক সোহেল আহমেদ পাটোয়ারী, প্রচার সম্পাদক মোঃ শামসুদ্দিন মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ শরীফ হোসেন, কার্যকরী সদস্য পদে মোঃদুলাল মিয়া,মোঃ সেলিম মিয়া, আইয়ুব খান, মোঃ হাসান ইমাম, আলমগীর হোসেন নির্বাচিত হন।
এসময় নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান কেন্দ্রীয় শ্রমিকলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম মোতালেব।
নবনির্বাচিত সদস্যদের উদ্দ্যেশ্যে কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা ও কেন্দ্রীয় তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন(সিবিএ) সভাপতি কাজিমউদ্দিন প্রধান বলেন, এই সম্মেলন সহ এখন পর্যন্ত ১৫ টি সম্মেলন সম্পন্ন করেছি। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো সারাদেশে তিতাসের গণতান্ত্রিক ধারা পৌছিয়ে দেয়া। এই কমিটিতে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিকদের রেখেছি। আপনাদের এখন দায়িত্ব একটাই, আপনারা এই কর্মচারীদের সুখে-দুঃখে তাদের পাশে থাকবেন। কর্মকর্তাদের সাথে মিলেমিশে কাজ করবেন। যে কর্মকর্তারা আপনাদের কথা শুনবে না তাদের প্রতিবাদ করবেন। অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন না। বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে কাজ করর দেশের উন্নতিকে ধরে রাখবেন।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন(সিবিএ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজ উদ্দিন আহমেদ,সিনিয়র সহ-সভাপতি একেএম কামালউদ্দিন, সহ-সভাপতি জাকির হোসেন, অর্থ সম্পাদক ফারুক হোসেন শেখ, দপ্তর সম্পাদক রতন বসু, প্রচার সম্পাদক মজিবর রহমান প্রমুখ।