আলোকিত নারায়ণগঞ্জঃ
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান বলেছেন, নিতাইগঞ্জে অন্য যেকোন সময়ের থেকে অনেকটাই যানজটমুক্ত আছে। সবাইকে বলতে চাই, রাস্তায় কেউ চাঁদাবাজি করলে তাদের ধরবেন। যেকোন প্রয়োজনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ আপনাদের পাশে আছে। বিগত ২ মাসে প্রায় ৭-৮ জনকে চাঁদাবাজির অপরাধে আমরা গ্রেফতার করে জেলে প্রেরণ করেছি। এই তথ্য আমরা জনগণের কাছ থেকেই নিয়েছি। সাধারণ মানুষ আমাদের তথ্য দেই বলেই আমরা অভিযুক্তদের ধরতে পারি।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে সদর মডেল থানা প্রাঙ্গনে আয়োজিত ওপেন হাউজ ডে তে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, একটা সময় ছিলো যখন মানুষ ধরেই নিয়েছিলো থানায় জিডি, অভিযোগ বা মামলা করতে আসলে টাকা দিতে হয় কিন্তু এ বিষয়গুলো এখন মনিটরিংয়ের ফলে এখন আর তা হয় না। তারপরেও যদি কেউ করে আমাদের জানালে আমরা ব্যবস্থা নিবো। ইতিমধ্যে আপনারা দেখেছেন যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে তারা এ জেলায় নাই। আমাদের পুলিশ সুপার চান, নারায়ণগঞ্জে একটি ভালো পুলিশিং ব্যবস্থা চালু করতে। আমি আস্থা রেখে বলতে চাই, আপনারা নারায়ণগঞ্জে যে পুলিশ সুপার পেয়েছেন তা নারায়ণগঞ্জবাসীর জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। তিনি নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য যে উদ্যোগগুলো হাতে নিয়েছেন তা যাতে বাস্তবায়ন করতেম পারেন সেজন্য দোয়া করবেন।
এ সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক রুমন রেজা, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. শাহনেওয়াজ চৌধুরী, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, আলীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান মতি, গোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নূর হোসেন সওদাগর প্রমুখ।