আলোকিত নারায়ণগঞ্জ:
বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের সন্ত্রাসী, মৌলবাদীগোষ্ঠী আখ্যা দিয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেছেন, ‘বিভিন্ন জায়গায় জিয়ার ভাস্কর্য আছে। ওই মৌলবাদীরা জিয়ার ভাস্কর্য সংরক্ষণ করে আর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গেছে, ভাঙ্গার হুমকি দিয়েছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সন্ত্রাসী, মৌলবাদীগোষ্ঠী যদি ভাস্কর্য ভাঙ্গে বা ভাঙ্গার চেষ্টা করে তাহলে হাত ভেঙ্গে দেবো। হাত কেটে শীতলক্ষ্যায় ভাসিয়ে দেবো।
রোববার ৬ ডিসেম্বর বিকেলে কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এই কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন।
খোকন সাহা বলেন, আমরা জানি কারা ভাস্কর্য ভাঙ্গার চেষ্টা করছেন। আমাদের নেতৃত্বের উপর হাত দিয়েছেন। এটা শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, এটা বাংলাদেশের স্বার্বভৌমত্বের অংশ। আমরা জঙ্গিবাদের উত্থান হতে দিতে পারি না, দেবো না। জঙ্গিবাদী, মৌলবাদী সংগঠনগুলি এখন থেকে সারা বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। মৌলবাদের উত্থান যেকোনো ভাবে ঠেকাতে হবে। ওদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। এদের অঙ্কুরেই বিনষ্ট করতে হবে। মাটির নিচ থেকে এদের শিকড় উপরে ফেলতে হবে।’
বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক, মাহমুদা আক্তার মালা, কার্যকরী সদস্য আবেদ হোসেন, মনিরুজ্জামান মনির, বন্দর থানা যুবলীগের সভাপতি হাবিব আল মুজাহিদ পলু প্রমুখ।
আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।