আলোকিত নারায়ণগঞ্জ:
মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী আহম্মদ রেজা উজ্জল বলেছেন, বিশ্বের বিভিন্ন মুসলিম দেশগুলোতে ভাস্কর্য রয়েছে। বাংলাদেশে ভাস্কর্য থাকলে যদি সমস্যা হয় তাহলে গিয়ে পাকিস্তানের ভাস্কর্য ভাঙ্গেন। আজকে এসব যারা করছে তারা সবাই স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মা।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ২নং রেল গেইটে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন।
তিনি বলেন, আজকে শেখ হাসিনার উন্নয়নে হিংসা হয় তাই তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। আমরা যারা আওয়ামীলীগ করি, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি সেই প্রেতাত্মাদের হুশিয়ার করে বলতে চাই আমরা থাকাকালীন কেউ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে বাধা দিতে পারবে না। আর যেখানে বাধার সৃষ্টি হবে সেখানে হবে আমাদের লড়াই। আপনারা চিন্তা করবেন না যে আপনারা দলে ভারী। আপনারা এটাও চিন্তা করবেন না যে বাংলাদেশকে আবার পাকিস্তান বানাবেন। ইসলামকে অপব্যবহার করবেন না। ইসলাম শান্তির ধর্ম। এই শান্তি আপনারা নষ্ট করবেন না।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আজহার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন লাভলু, কার্যকরী সদস্য ফয়জুল ইসলাম রুবেল, যুবলীগ নেতা শরীফ হিরা, আব্দুল মোতালেব, হিমেল খান হিমু, মহানগর সৈনিকলীগ সভাপতি মকসুদুর রহমান জাবেদ, ক্রীড়া সংগঠক ইকবাল বাবু প্রমুখ।