আলোকিত নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা কমিটির এড. সরকার হুমায়ুন কবির ও এড. এ.কে আজাদ জাকিল পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৮ ডিসেম্বার) দুপুরে নতুন কোর্টের অপরদিকে হিমালয় কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এড. সরকার হুমায়ুন কবীরের নেতৃত্বাধীন প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করছেন এড. আবুল কালাম আজাদ জাকির, সিনিয়র সহ সভাপতি পদে এড. আজিজুল হক হান্টু, যুগ্ম সম্পাদক পদে এড. এইচএম আনোয়ার প্রধান ও সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন এড. ওমর ফারুক নয়ন।
পরিচিতি সভায় উপস্থিত সকল আইনজীবীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, আমরা একটি গণতন্ত্র চর্চা করছি তাই আমার সঙ্গে যারা প্রতিদ্বন্ধিতা করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরাই নির্বাচন চেয়েছি, তারা কিন্তু নির্বাচন চায়নি। তারা নির্বাচন বন্ধ করার জন্য, সিলেকশন করার জন্য তারা অনেক চেষ্টা করেছিল। কিন্তু শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশনায় আজকের এই নির্বাচন। একমাত্র তারেক রহমানের নির্দেশেই নির্বাচন হচ্ছে, অনেকেই ষড়যন্ত্র করেছিল কিন্তু তারা পারেনি।
সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির সকলের কাছে ভোট প্রার্থনা করে বলেন, গত ২০১৮ সালের ডিসেম্বরে রাতের জাতীয় নির্বাচন হলো। সেই নির্বাচনের পর আইনজীবী সমিতির নির্বাচন, সেই নির্বাচনে কেউ প্রার্থী হতে চাইলো না, কেউ দাঁড়ানোর সাহস পাচ্ছিল না, সাহসী লোকের অভাব ছিল, তখন সেই সময় আওয়ামী সরকারের রক্তচুক্ষুর সামনে আমি ও সরকার হুমায়ুন কবির নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা আমাদের পাশে ছিলেন, অনেক ভয় ভীতি হুমকি ধমকির মাঝে আমরা নির্বাচন করেছি, কিন্তু আওয়ামীলীগ আমাদের জয় ছিনিয়ে নিয়েছিল। আমরা সেই সময় নির্বাচন করেছিলাম। তাই বলতে চাই ফোরামের সম্মেলনে আপনারা সেই বিষয়গুলো বিবেচনায় আনবেন।
যুগ্ম সম্পাদক প্রার্থী এড. এইচএম আনোয়ার প্রধান বলেন, নেতৃত্বের প্রতিযোগীতায় আমরা যদি আপনাদের মনের কোঠায় আমরা থেকে থাকি তাহলে আমাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। শেখ হাসিনার অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরা যেনো রুখে দাঁড়াতে পারি সেই লক্ষ্যে হুমায়ুন-জাকির প্যানেলের সকলকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে আমরা বিশ্বাস করি।
এসময় উপস্থিত ছিলেন, এড. সৈয়দ মশিউর রহমান শাহিন, বারের সাবেক পিপি রিয়াজুল ইসলাম আজাদ, এড. শাহআলম মিয়া, এড. কাউসার আলম চৌধুরী টুটুল, এড. আলম খান, এড. শামীমা আক্তার, এড. ফাতেমা মাসুদ, এড. রিয়াজুল ইসলাম আজাদ, এড. কাজী আব্দুর গাফফার, এড. গোলজার হোসেন, এড. মাহমুদুল হক আলমগীর, এড. মানিক মিয়া, এড. নজরুল ইসলাম মাসুম, জেলা শহীদ জিয়া আইনজীবী পরিষদের সভাপতি এড. জাহিদুল ইসলাম মুক্তা, এড. আবুল কালাম আজাদ সহ সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ।