আলোকিত নারায়ণগঞ্জঃ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নগরীতে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(০৯ ডিসেম্বর) বিকেলে নগরীর চাষাড়া বালুর মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।এসময় মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কলেজ রোড এসে শেষ হয়।
মিছিল শেষে আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ্য ও জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আজকে আমরা প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সুযোগ্য পুত্র আজমেরী ওসমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছি। যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যকে অপমান করেছে তাদের কঠোর শাস্তির দাবি করছি। এই বাংলাদেশে রাজাকার আর মৌলবাদীদের ঠাই নাই।
এসময় নারায়ণগঞ্জ জেলা দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন-এর সভাপতি মোজাম্মেল, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক কর্মচারী ইউনিয়ন এর সভাপতি মোঃ তাহের, জাতীয় ছাত্র সমাজ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন রুপু, সাধারন সম্পাদক রবিউল আউয়াল, মহানগর শাখার সভাপতি শাহ্ আলম সবুজ, সাধারন সম্পাদক ফয়সাল উল্লাহ্ প্রমুখ।