আলোকিত নারায়ণগঞ্জঃ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ১২ ই ডিসেম্বর শনিবার সকালে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ( এফবিসিসিআই) এর আহ্বানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নারায়ণগঞ্জ ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া।
এ সময় মোহসীন মিয়া তার বক্তব্যে বলেন, শুরু থেকেই আমাদের এই দেশ দুই ভাগে বিভক্ত। একটা পক্ষ চেয়েছে এ দেশ যেন পাকিস্তান থাকে বাংলাদেশ না হয়, আর আমরা চেয়েছি বাংলাদেশের স্বাধীনতা। জাতির জনকের কারনে এ দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু এ দেশ স্বাধীন করেছেন। আমরা যেটা বুঝি বঙ্গবন্ধু মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। আসলে যারা চায় না এ দেশ স্বাধীন হোক তারাই এ ধরনের কর্মকান্ডে লিপ্ত। ওদের সাহস কত বড় ওরা বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে হাত দেয়, ওরা এখনো স্বপ্ন দেখে বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে এরা ধর্ম প্রচারক না এরা লেবাসদারী ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম ব্যবসার অন্তরালে এ দেশকে অস্থিতিশীল করতে চায়। জাতির জনকের কন্যা যখন দুর্বার গতিতে এ দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে ঠিক তখনই এরা সেই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্যই এ ধরনের অপকর্ম করে যাচ্ছে। আমার কষ্ট হয় যখন মনে হয় বঙ্গবন্ধুর ভাষ্কর্যে হাত দিয়েছে আর আমরা মানববন্ধন করি, আমার মনটা শান্তি পেতাম যদি ওদের কুষ্টিয়া গিয়ে পিটিয়ে আসতে পারতাম, ওরা যেখানেই এই ধরনের অপকর্ম করবে ওদের সেখানেই পিটাতে হবে।
আমি সরকারকে ধন্যবাদ জানাই এদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আমি আশা করবো এদের যেন দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি হয়। যদি সঠিক বিচার না হয় তবে জাতির জনকের সন্তানেরা এ ধরনের লেবাসধারী পাকিস্তানের পেতাত্নাদের সেখানে গিয়েই পিটিয়ে হাড্ডি ভেঙ্গে ফেলবে।
এসময় মানববন্ধনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজলের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ বিকেএমইএ এর পরিচালক জিএম ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ ও এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, সাবেক মহিলা সাংসদ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক এড. হোসনে আরা বাবলী, বিকেএমইএ নারায়ণগঞ্জ এর র সাবেক সভাপতি মঞ্জুরুল হক, বর্তমান সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, নাসিক ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ মহানগর পূজা উৎযাপন কমিটির সভাপতি অরুন দাস, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও নাসিক কাউন্সিলর নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও মহানগর যুবলীগ সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি এহসানুল হাসান নিপুসহ প্রমুখ।