আলোকিত নারায়ণগঞ্জঃ
একুশে ফেব্রুয়ারি মহান ভাষা ও শহীদ দিবস। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে, মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিক, জব্বার, সালাম, বরকত ও সফিউররা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকের রক্ত ঢেলে দেয়ার প্রথম নজির এটি। সেদিন তাদের রক্তের বিনিময়ে শৃঙ্খলযুক্ত হয়েছিল দুঃখিনী বর্ণমালা ও মায়ের ভাষা।
তাই যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতেই প্রতিবছরের ন্যায় এবছরও ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সমকাল সুহৃদ সমাবেশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সমকাল সুহৃদ সমাবেশের নেতৃবৃন্দের পক্ষ থেকে শহীদ মিনারে এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশ নারায়ণগঞ্জ শাখার সভাপতি এডঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন, সহ-সভাপতি এডঃ নজরুল ইসলাম, জামান সওদাগর, তোলারাম কলেজ সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি মোঃ নিমাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহেব হোসেন, সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন প্রমুখ।