আলোকিত নারায়ণগঞ্জ
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এম পি শামীম ওসমান এর আয়োজনে এবং রাইফেল ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রসাশক জসিম উদ্দিন বলেন সরকারী প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসেবে আমাকে এ জেলার সব পেশার মানুষ এতো ভালো বাসে তা আজকে প্রমানিত হয়েছে। যিনি আজকে এআয়োজন করেছেন তাতে আমি গর্বিত। কারন যে পরিবারের সাথে আওয়ামী লীগের রক্তের সম্পর্ক। শামীম ওসমান কে দেখেছি সে কি ভাবে বিভিন্ন উন্নয়ন এর জন্য কঠোর পরিশ্রম করেছেন। আমার কর্মকালে সব সময় নারায়নগন্জের মানুষের সহোযগিতা পেয়েছি, আমরা যে ঐক্যর বন্ধন তৈরী করেগেছি তা যেনো অটুট থাকে এ কামনা করি। নারায়নগন্জ -৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানের সভাপতিত্বে ও জি এম ফারুক হোসেনের সন্চালনায় আরও উপস্থিত ছিলেন এ্যাড,ওয়াজেদ আলী খোকন (পিপি), সাবেক সাংসদ হুসনে আরা বেগম বাবলী, জেলা আওয়ামিলীগ এর সভাপতি মোঃ আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড,খোকন সাহা, নারায়নগন্জ জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি মুঃ খালেদ হায়দার খাঁন কাজল, ডাঃ শাহনেওয়াজ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল,ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মুহাম্মদ মোহসীন মিয়া,
ইয়ার্ন মাচের্ন্ট এসোশিয়েশন এর সভাপতি লিটন সাহা, এ্যাড,সুলতান উদ্দিন নান্নু, বিকেএমইর সহ সভাপতি গোলাম মোর্শেদ সোহেল ফয়েজ উদ্দিন লাবলু, কাউন্সিলার মোঃ শফিউদ্দিন প্রধান ,শারমিন হাবিব বিন্নি, সাফায়েত আলম সানী সহ প্রমূখ।