আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গোয়ালবন্দ এলাকার বাসিন্দা ছিদ্দিকুর রহমানের ক্রয় করা জায়গায় দখলে যেতে বাধা দিচ্ছে বলে একই এলাকার মৃত আব্দুল মোন্নাফের স্ত্রী সখিনা বেগম ও সানোয়ার হোসেন সেন্টু গংদের বিরুদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেন।
মঙ্গলবার দুপুরে ফতুল্লা থানায় এ অভিযোগ করা হয়। কাশিপুর ফরাজিকান্দা এলাকার বাসিন্দা মৃত আব্দুল মোন্নাফের ছেলে সোলেমানের ইন্ধনে অন্যান বিবাদী তার জায়গা দখলে যেতে হুমকি ধমকি দিচ্ছে বলে ছিদ্দিক অভিযোগে উল্লেখ্য করেন।
ভুক্তভোগি ছিদ্দিক অভিযোগে বলেন, গোয়ালবন্দ এলাকার মৃত শুক্কুর মিয়া ও জাহাঙ্গীরের নিকট হতে আমার স্ত্রী নুসরাত জাহান রুনু সাফকবলা দলিল মূলে দের শতাংশ জায়গা ক্রয় করে। যার দলিল নম্বর ৯২৫৮। একই সাথে মৃত আব্দুল মোন্নাফের মেয়ে আখি আক্তার হতে সোয়া দুই শতাংশ জায়গা বায়না দলিল মূলে আমার নিজ নামে ক্রয় করি। যার দলিল নম্বর ৯২৫৭। আমার ক্রয় করা জায়গায় আমি দখলে যেতে চাইলে তারা আমাকে হত্যার হুমকি দেন। একই সাথে আমার নামে মিথ্যা মামলা দিয়ে আমাকে হেনস্থ করবে বলে জানান। বিষয় টি আমি এলাকার জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিদের জানাই। এলাকার শালিশগন আমার কাগজ পত্র দেখে ওই জায়গা থেকে সখিনা বেগম গংদের সরে যেতে বললে তারা দা বটি নিয়ে আমাদেরকে মারতে আসে। তখন আমরা তাদের ভয়ে চলে আসি।
তিনি আরও বলেন, আমার ক্রয় করা জায়গায় সখিনা বেগম জোর পূর্বক ভাবে দখল করে আছে। তিনি এখানে একা থাকায় রাতের বেলায় ওই ঘরে বিবাদী সেন্টু গংরা মাদক কারবারী সহ বিভিন্ন অপকর্ম চালায়। আমি আমার জায়গা দখলে গেলে তারা আমার বড় ধরনের ক্ষতি সাধন করবে বলে হুমকি দেন। তাই আমি প্রশাসনের নিরাপত্তা চেয়ে তাদের থানায় অভিযোগ দায়ের করি।
এবিষয়ে ফতুল্লা থানার তদন্ত অপারেশন সঞ্জয় কুমার জানান, অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।