আলোকিত নারায়ণগঞ্জঃ
উৎসব মুখাের পরিবেশে সােনার বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০১ জানুয়ারি) সকাল ৯টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভােট গ্রহণ। পরে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘােষণা করা হয়।
এবারের এ নির্বাচনে মাত্র দুই জন সদস্য ছাড়া আব্দুল ওহাব-শহিদ-আব্দুল কাশেম (হাসি) পরিষদের পুরাে প্যানেল বিজয়ী লাভ করে।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন, সভাপতি মাে: আব্দুল ওহাব, সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম (হাসি), সহ সভাপতি মাে: শহিদুল ইসলাম, সদস্য মাে: আল আমীন, আলহাজ্ব নাজিম হােসেন, মাে: ফেরদৌস, আব্দুল মতিন, মাে: শফিকুল ইসলাম, মাে: পলাশ, মাে: হুমায়ুন কবির, আব্দুল কাদির ও মির্জা মাে: সেলিম।