আলোকিত নারায়ণগঞ্জঃ
নবগঠিত নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি। এক শুভেচ্ছা বার্তায় নতুন কমিটির সফলতা কামনা করেছেন মন্টি। সেই সাথে নতুন কমিটির নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্টি।
প্রসঙ্গত, বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩০ ডিসেম্বর অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার কে আহ্বায়ক ও অধ্যাপক মামুন মাহমুদকে সদস্য সচিব করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।