আলোকিত নারায়ণগঞ্জঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ। সোমবার (৪ ডিসেম্বর) সকালে ২নং রেলগেইেটে অবস্থিত নারায়ণঞ্জ আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন।
পরে সকাল ১০টায় নারায়ণঞ্জ আওয়ামী লীগের পার্টি অফিসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগ।
শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চন্দনশীল, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু।
এ সময় বাদল বলেন, বঙ্গবন্ধুর চিন্তা চেতনা ও যৌবনের উষ্ণতা দিয়ে গড়া এই বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের স্বাধীনতার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই ছাত্রলীগ। আজ ছাত্রলীগ দেখলে শান্তি পাই, কেননা একসময় আমরাও ছাত্রলীগ করতাম। আমাদের চেইন অব কমান্ড ছিলো একেএম শামসুজ্জোহা ভাই। একদিনে আমরা তৈরি হই নাই। শামীম ওসমান ও আমরা স্লোগানে স্লোগানে শুরু করেছিলাম রাজপথ কাপিয়ে। এভাবেই শামীম ওসমান তৈরি হয়েছে। আমরা তৈরি হয়েছি।
চন্দনশীল বলেন, আমাদের রাজনীতি শুরু হয়েছে ছাত্রলীগ দিয়ে। ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমরা গর্বিত। বঙ্গবন্ধু বলেছিল, বাংলার ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। আমরা বলতে চাই, ছাত্রলীগের ইতিহাস গৌরবের, সংগ্রামের, লড়াইয়ের, বাঙ্গালির ঐতিহ্য ধরে রাখার ইতিহাস। কিছু ভন্ড স্বাধীনতা বিরোধীরা ছাত্রলীগের প্রতিষ্ঠাতার ভাস্কর্য উড়িয়ে দিতে চায়। ছাত্রলীগ কি চুপ করে বসে থাকবে? বসে থাকবে না। সেই পরিস্থিতিতে জরুরি হয়েছে কাজ করা, সেই কাজ করার জন্য আমি ছাত্রলীগকে অনুরোধ করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, বর্তমান সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, সহসভাপতি শুভ, টিপু সুলতান, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলের মাঝে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।