আলোকিত নারায়ণগঞ্জঃ
নবাগত জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ বলেছেন,
নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী জেলা। সারাদেশের মানুষ নারায়ণগঞ্জকে চিনেন, জানেন, মুক্তিযুদ্ধের অনেক বীরত্বগাঁথা আছে আমাদের এ নারায়ণগঞ্জ।
সদ্য জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) বিকেলে বন্দর খেয়াঘাট সংলগ্ন মুক্তিযােদ্ধা কমপ্লেক্স ভবনে সংবর্ধনা অনুষ্ঠান ও মুক্তিযােদ্ধাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডিসি মুক্তিযােদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার বয়ােজ্যেষ্ঠ, আপনাদের মুখের দিকে তাকালে আমি আমার বাবার প্রতিচ্ছবি দেখতে পাই। আমার বাবা একজন মুক্তিযােদ্ধা এবং আপনারা আমার পিতৃতুল্য। আমি যতদিন আছি এই জেলায় আপনাদের জন্যে আমার দরজা সবসময় খােলা থাকবে।
আপনারা যারা মুক্তিযােদ্ধারা রয়েছেন শুধু স্কুলের ভর্তি নয়, বইয়ের জন্যে নয়, শেষ আশ্রয়স্থল হিসেবে এবং জেলা প্রশাসক হিসেবে আমি আপনাদের পাশে থাকবাে। যদি কোনাে বীর মুক্তিযােদ্ধার সন্তান কিংবা তাদের নাতি-নাতনীদের লেখা পড়ার অভাব হয় আর্থিক কারণে তাহলে আমকে বলবেন। যদি কেউ
সমস্যায় পরেন অনুগ্রহ করে আমাকে জানাবেন।