নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও জজ কোট মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ জানুয়ারী) জোহর নামাজের মধ্য দিয়ে এর শুভ উদ্বোধন করা হয়।
এ সময় মসজিদ উদ্ভোধনের সময় বিপুল সংখ্যক আইনজীবীদের উপস্থিতি লক্ষ্য করা যায় যা ছিল চোখে পড়ার মত। বিজ্ঞ জেলা জজ ও দায়রা জজ আনিসুর রহমান এর সাথে অন্যান্য বিচারকগনও উপস্থিত থেকে নামাজ আদায় করেছেন।
এ সময় উপস্থিত থেকে নামাজ পড়া শেষে জেলা জজ আনিসুর রহমান বলেন, মসজিদটি এতো অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এটা ভাবতেই পারিনি। আমি কখনো এটাও ভাবতে পারিনি যে এই নতুন মসজিদে নামাজ পড়ে যেতে পারবো। মসজিদটি অনেক সুন্দর হয়েছে যা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। পাশাপাশি এই মসজিদে নামাজ পড়তে আসা আইনজীবীগনও বেশ আনন্দিত হবেন। আমি সকল আইনজীবী নেতৃবৃন্দ সহ যারা এই মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেছেন তাদের সকলের জন্য দোয়া কামনা করি।
নতুন মসজিদে নামাজ শেষে আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ মোহসীন মিয়া’ বলেন, আপনারা সকলেই জানেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের টাকা দিয়ে এই ডিজিটাল বার ভবন নির্মাণ হচ্ছে এবং তার টাকাই মসজিদ নির্মাণ হয়েছে। আমাদের পরামর্শ ও সাথে থেকে শ্রম দিয়ে যেই লোকটা বেশি সহযোগিতা করেছে তিনি হলেন সারোয়ার মোর্শেদ সোহেল ভাই। আপনারা সকলেই তাদের জন্য দোয়া করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর এড. এস এম ওয়াজেদ আলী খোকন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, বিকেএমই এর সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মো. মাহবুবুর রহমানসহ অন্যান্য আইনজীবী বৃন্দ।