ফতুল্লা থানা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ায় আলহাজ¦ এম সাইফউল্লাহ বাদলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় বাংলা বাজার ৮ নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির যুগ্ম সম্পাদক চুন্নু মোল্লা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানায়।
কাশিপুরে সাইফউল্লাহ বাদলের পুরাতন বাড়িতে বাংলা বাজার ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এম সাইফউল্লাহ বাদল বলেন, আমাকে পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে পালন করবো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমরা উন্নয়নের মহাসড়কে চলছি। আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।