আলোকিত নারায়ণগঞ্জঃ
“ভেজাল মুক্ত দেশ – আমাদের স্বপ্ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ভেজাল ও দুর্নীতি প্রতিরােধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জর্জ কোর্ট ভবনের তৃতীয় তলায় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয় ভেজাল প্রতিরােধ ফাউন্ডেশনের সভাপতি, সুলতান মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মােহাম্মদ আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ভেজাল প্রতিরােধ ফাউন্ডেশন চেয়ারম্যান এস এম মােরশেদ, ইকবাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান বলেন, ভেজাল প্রতিরোধে সরকার ও প্রশাসনকে আরো বেশী কঠোর হতে হবে। এছাড়া সাধারণ মানুষের মাঝে আরো বেশী সচেতনতা সৃষ্টি করতে হবে।