আলোকিত নারায়ণগঞ্জঃ
নগরীর পাইকপাড়ায় ম্যাগনাস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ মার্চ) সকালে স্কুল প্রাঙ্গণে শহর যুবলীগের সাধারণ সম্পাদক ও স্কুলের সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টারের অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-২) গাজী মোহাম্মদ মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরােজ বিভা, নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, ম্যাগনাস স্কুলের সহ-সভাপতি সামছুল আলম পিন্টু, অধ্যক্ষ জেসমিন আক্তার, নারায়ণগঞ্জ কলেজের শিক্ষক আরিফ মিহির প্রমুখ।