আলোকিত নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে গরীব অপসারণ করা হচ্ছে। কোনটা দরকার গরীব অপসারণ নাকি মশক নিধন সেটা ভাবতে হবে। গরিব নিধন বন্ধ করে মশক নিধন করেন। আমি হকারদের পক্ষে না, তবে তাদেরকে পুনর্বাসন করে উচ্ছেদ করেন। গরীবের পেটে লাথি মেরেন না, পাশে থাকার চেষ্টা করেন।
বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনায় বিসিক শিল্পনগরী- শিল্পপার্ক- পঞ্চবটি সংযোগ সড়ক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চবটির শিল্পপার্ক এলাকায় এ সড়কের উদ্বোধন করা হয়।
সাংসদ বলেন, অনেকেই অনেক ভাবে আমার বক্তব্য নিবেন। নারায়ণগঞ্জ শহরটার অবস্থা খুব খারাপ। আমি দেখি, কিছু পত্রিকা লেখে। এটার জন্য নাকি মূলত হকাররা দায়ী। আমি একটা জিনিস বুঝি। ধনী পরিবারের ছেলে ছিলাম। আবার না খেয়েও দিন কাটিয়েছিলাম। তাই আমরা সারাজীবন গরীবের পক্ষে ছিলাম, আছি, থাকবো। এজন্য অন্যের বাচ্চা যখন না খেয়ে থাকে তখন সেটা উপলব্ধি করি। নারায়ণগঞ্জে মিছিল হচ্ছে। হকাররা মিছিল করছে বাচ্চাকাচ্চা নিয়ে। পুলিশ যে হকারদের উঠাচ্ছেন। হয়তো কারো কথায় উঠাচ্ছেন। সিটি করপোরেশনের কথায় উঠাচ্ছেন। আমি কাউকে দায়ী করছি না। আমি হকারদের পক্ষে না। বাট আমার কথা হচ্ছে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? হকার উঠিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ নাকি মানুষের পেটে ভাত দেওয়াটা?
তিনি বলেন, আমরা দেখছি, নারায়ণগঞ্জে গরীব অপসারণ করা হচ্ছে। এই গরীব অপসারণ করা দরকার নাকি নারায়ণগঞ্জের দুই পাড়ে ময়লার যে স্তুপ, সেই আবর্জনা পোড়ানোর পরে যে পয়জন সৃষ্টি হচ্ছে, সেটাকে অপসারণ করা উচিত। এদিকটা দেখতে হবে। গরিব নিধন করবেন না মশক নিধন করবেন? সেটা গুরুত্বপূর্ণ। আমি পরিস্কার করে বলতে চাই, যদি হকারদেরকে উঠিয়ে দেওয়ার পরে ট্রাফিক যানজট কি বন্ধ হয়ে যাবে? যদি বন্ধ হয়ে যায় তাহলে উঠিয়ে দেন, আমার আপত্তি নাই। না হলে পুনর্বাসন করেন কিংবা বিকল্প একটা ব্যবস্থা করেন।
এর পূর্বে এ রাস্তাটি সুন্দর করার জন্য সাংসদের কাছে দাবি জানিয়ে হাতেম বলেছিলেন, সাংসদের কাছে আবেদন জেলা পরিষদের মাধ্যমর হোক বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে হোক এই রাস্তাটি সুন্দর ও চলাচলের যোগ্য করার ব্যবস্থা করার আহবান জানাচ্ছি।
ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেমের দাবির প্রেক্ষিতে শামীম ওসমান বলেন, যে রাস্তাটির কথা বলা হয়েছে এটা এমন কোন বড় জিনিস না। ভালো করে আরসিসি হয়ে ড্রেনসহ যাতে রাস্তাটি হয় সেজন্য যা যা ব্যবস্থা নেয়ার দরকার আমরা তা নিবো।
শামীম ওসমান আরো বলেন, এখানে সাংবাদিক ভাইয়েরা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। তাদের প্রতি আমার কৃতজ্ঞ। আমি তাদেরকে কয়েকটা নিউজ করতে বলেছিলাম। বেশ কয়েকটি জাতীয় পত্রিকা নিউজগুলো করেছে। এ নিউজগুলোর কারণে জাতির জনকের কণ্যা শেখ হাসিনার উছিলায় আজকে বেশ কিছু জিনিস হতে যাচ্ছে নারায়ণগঞ্জে। যেগুলো হয়ে গেলে আল্লাহর রহমতে নারায়ণগঞ্জের জমির দাম অনেক বেড়ে যাবে।
তিনি বলেন, আমি কালকেও প্রধানমন্ত্রীর অফিসে ছিলাম, সবার সামনে বলে এসেছি নারায়ণগঞ্জের জায়গার দাম ও সৌন্দর্য ইনশাআল্লাহ ঢাকা ও গুলশানের চেয়ে সুন্দর হবে। কেন হবে প্রথম যেটা হচ্ছে ডিএনডি প্রজেক্ট, একচ্যুয়ালি ডিএনডি প্রজেক্ট কাজ কেউ নিতে চায় নাই। কোন মন্ত্রণালয়ই নিতে চায় নাই। আসলে এটার দায়িত্ব ছিলো সিটি কর্পোরেশনের কিন্তু তারা নেয় নাই। এলজিডিই ও নেয় নাই।
আজকে সারা বাংলাদেশের যে রেভিনিউ তার ২৫% কিন্তু আমার নির্বাচনী এলাকা থেকে পূরণ করি। তাই এটা আমাদের প্রাপ্য এবং এখানে আমার কোন ক্রেডিট নেই, সব কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রীর। ডিএনডি প্রজেক্ট একনেকে ছিলো না, না থাকার পরও তিনি ৬০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। সেনাবাহিনী এ কাজটা করছে। সেনাবাহিনী আমাকে গত এক মাস আগে জরুরী ভিত্তিতে ডেকে দেখিয়েছিলো। বিশ্বাস করেন আমি দেখে আমার চোখে পানি চলে এসেছিলো, এতো সুন্দর হবে আমাদের নারায়ণগঞ্জটা। কিন্তু তিনি আমাকে জানালেন আরো প্রায় ১৪শ/১৫শ কোটি টাকা দরকার। আমরা তাহলে দৃষ্টিনন্দন একটি ডিএনডি বাধ উপহার দিতে পারবো।
সাংসদ বলেন, আগামী ৮ তারিখে পানি সম্পদ মন্ত্রী নারায়ণগঞ্জে আসছেন। উনার সাথে কথা হেছে, অর্থমন্ত্রীর সাথেও কথা হয়েছে। নারায়ণগঞ্জটাকে সুন্দর করার জন্য যে টাকা দরকার তা সেটা হবে এবং এর পিছনে সাংবাদিক ভাইদের একটা বড় অবদান আছে। তাই নারায়ণগঞ্জবাসীর পক্ষ থেকে সাংবাদিক ভাইদের প্রতি ধন্যবাদ জানাই।
কাশিপুরে একটি আইটি বিশ্ববিদ্যালয় হবে। নারায়ণগঞ্জসহ দেশের ছেলেমেয়েদের একটা নতুন ফিউচার হবে। আমরা নারায়ণগঞ্জের জন্য কাজ করতে চাই।
শামীম ওসমান বলেছেন, মন্ত্রীত্ব দেওয়া হয়েছিল নিই নাই, পার্টির সেক্রেটারি করতে চেয়েছিল নিই নাই। পদ পদবীর জন্য রাজনীতি করতে আসি নাই। রাজনীতি করতে আসছি রাজনীতি করার জন্য, ধান্দা করার জন্য না।
শামীম ওসমান বলেন, বক্তব্য দিই সত্য কথা বলি। সত্য কথা বলাতে এটা নিয়ে আবার অনেক লেখালেখি শুরু হইসে। বাট সত্য যদি গোপন করি তাহলে রাজনীতিবীদ হলাম কেন! সত্য বলতে না পারলে চুপ থাকবো। আমি মনে করি, সত্যটা বলা উচিৎ। যে জিনিসটা একসময় আমরা করেছি তা যদি এখন আমার কাছে ভুল প্রমাণিত হয়, সেটা যদি আমি না বলি, তাহলে আগামী প্রজন্ম হয়তো এই পথটা বেছে নিবে।
এসময় উপস্থিত ছিলেন বিকেএমইএ এর সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি ও ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, ফোর ডিজাইন প্রাইভেট লিমিটেড গার্মেন্টস এর কর্ণধার মোঃ আতাউর রহমান, নিটিং ওনার্স এসোসিয়েশনের সভাপতি সেলিম সারোয়ার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল, ববক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, নারায়ণগঞ্জ বিসিক এর উপ-মহাব্যবস্থাপক মিজানুর রহমান পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, ফতুল্লা থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন প্রমুখ।