আলোকিত নারায়ণগঞ্জঃ
“সোনালী আশেঁর সোনার দেশ, মুজিববর্ষে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ পাট অধিদপ্তরের উদ্যোগে এ র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন, পাট অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক তারিকুল ইসলাম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক সার্কেল) মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, কৃষি প্রকৌশলী সাজিয়া হাসান খান, জুট এসোসিয়েশনের সিনিয়র সহকারী সচিব টি এস রায়, সহকারী সচিব লতিফ ভাওয়ানী, করিম জুট মিলের প্রতিনিধি সোরাত আলী, পাট মিলের প্রতিনিধি মাসুদ ভুইয়া প্রমুখ।
আলােচনা সভায় বক্তারা বলেন, এক সময়ে আমাদের দেশ এই সােনালী আঁশ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করেছিল, কিন্তু দিন দিন সে ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। সে ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ২০১৬ সালে ৬ই মার্চকে জাতীয় পাট দিবস ঘােষণা করেছে। বক্তারা
বলেন, সােনালী আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে সরকার চাষীদের পাশে থেকে এর উন্নয়ন এবং বিকাশে সব রকম চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করে জনগণকে পাট জাতীয় পণ্য ব্যবহারে বেশী করে উৎসাহিত করতে হবে। পলিথিন ব্যবহারে পরিবেশের যে ক্ষয়ক্ষতি হয় সে ধারণা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান বক্তারা।
এক্ষেত্রে তারা পাট এর উৎপাদন বাড়াতে কৃষকদের পাশে এসে দাড়াতে সরকারের সহযোগীতা আমাদের কামনা করেন তারা। একইসাথে তারা বলেন, পলিথিন যেভাবে কম মুল্যে পাওয়া যায়, পাটজাত পণ্যও যাতে সেভাবে কম দামে পাওয়া যায সেদিকে নজর দিতে হবে।আর্থিক সহায়তা দিতে হবে সরকারকে।