আলোকিত নারায়ণগঞ্জঃ
বাবুরাইলের আমবাগান এলাকায় গ্যাসের পাইপ লিকেজ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ৯ মার্চ দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মাণাধীন বাবুরাইল খালের আমবাগানের রেইনবো স্কুলের পাশে ড্রেনের পাশে রাস্তায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত্ বলে জানিয়েছেন মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার বেলাল হোসেন।
তিনি জানান, দুপুর ২টার দিকে ড্রেনের পাশে রাস্তার উপর আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে আমাদের দুটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।বড় কোন দূর্ঘটনা ঘটেনি। তবে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী জানান তিনি।
এদিকে এলাকাবাসী জানায়, এখানে দুটি গ্যাসের লাইনে এবং পাইপ রয়েছে। প্রায়ই এখানে আগুন লাগে, এলাকাবাসী বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিটি কর্পোরেশন এখানে বাবুরাইল খাল নির্মাণের লক্ষ্যে কাজ করছে, তাদের উর্ধ্বতন কর্তাদের অনেকবার বলেছি গ্যাস লাইন দুটির বিষয়ে, কিন্তু তারা কোন পদক্ষেপ নেন না। এছাড়া তিতাস গ্যাস অফিসে ফোনে অভিযোগ করলেও গ্যাস পাইপগুলোর লিকেজ ঠিক করা হয়না বলে অভিযোগ করেন তারা।
তারা বলেন, আজ দুপুরে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বালি ও পানি দিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দেয়া হয়।