আলোকিত নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ শ্রমিকলীগের প্রয়াত সভাপতি শুক্কুর মাহমুদের স্মরণে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অটো বাইক শ্রমিকলীগের উদ্যোগে শুক্রবার বিকালে নগরীর ২নং রেল গেইট এলাকায় এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
এ স্মরণসভায় মহানগর আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রয়াত শুক্কুর মাহমুদকে স্মরণ করে স্মৃতিচারণ করেন। তারা বলেন, শুক্কুর মাহমুদ ছিলেন সাচ্চা আওয়ামীলীগার। তিনি সবসময় দল ও দেশের জন্য কাজ করে গেছেন। তার মতো আওয়ামীলীগারই আমাদের দরকার। এখন যেদিকে তাকাই শুধু আওয়ামীলীগ আর আওয়ামীলীগ। ৭৫ এর পূর্বেও ঠিক এ অবস্থার সৃষ্টি হয়েছিল, তারপর আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম। তাই এবারও মনে মনে ভয় হয় আবার নাকি জাতির জনকের কণ্যা জননেত্রী শেখ হাসিনাকে হারাতে হয়। কেননা এখন দলে প্রকৃত নেতাকর্মীরা জায়গা পায় না, কাউয়া, ব্যাঙ ও হাইব্রীডদের কারণে। আর তাই মনের মধ্যে নানা শঙ্কা কাজ করে।
এস্মরণ সভায় নারায়ণগঞ্জ জেলা অটো বাইক শ্রমিকলীগের সভাপতি মোঃ সোহেল সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত। আরো উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাঈনুদ্দিন প্রধান বাবুল, সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, যুব শ্রমিকলীগের সভাপতি মোক্তার হোসেন, যুব শ্রমিকলীগ নেতা সিরাজউদ্দিন রাসেল প্রমুখ।