আলোকিত নারায়ণগঞ্জঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান । একই সাথে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন তিনি।
মহান এ দেশ প্রেমিক ও স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টার জন্মশতবার্ষিকীতে এক বিবৃতিতে মোঃ আসাদুজ্জামান বলেন ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হতনা। তিনি ফাঁসির কাস্টে দাড়াতে রাজি ছিলেন কিন্তু বাঙ্গালীর মুক্তির আন্দোলন থেকে সরে আসেন নি। বাংলার মানুষকে তিনি নিজের পরিবার ও নিজের জীবনের থেকে বেশী ভালবাসতেন।
আসুন বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে জঙ্গি, মাদক, সন্ত্রাস ও ক্ষুধা–দারিদ্রতা মুক্ত একটি সুখী ও সমৃদ্ধশালী সোনার বাংলা গড়ে তুলতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা কাজ করে যাই’।
পরিশেষে মোঃ আসাদুজ্জামান আবারও সবাইকে মুজিব বর্ষের শুভেচ্ছা জানান।