সিদ্ধিরগঞ্জে নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন বলেন, পতিত আওয়ামী স্বৈরাচারী সরকারের বিগত শাসনামলে ডিবি-পুলিশ কর্তৃক হামলা, মামলা ও নির্যাতনের স্বীকার হয়ে একাধীক মামলায় গ্রেপ্তার হয়েছি। এসব মামলায় পৃথক পৃথকভাবে হাইকোট ও নারায়ণগঞ্জ আদালত থেকে জামিনে বের হই।
গত বছরে ১৩ ডিসেম্বর একটি মামলায় জামিনে বের হয়ে আসার পর ১৫ ডিসেম্বর সিআই খোলা এলাকায় আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসি, এসময রাস্তা দিয়ে আওয়ামীলীগের একটি মিছিল যাচ্ছিলো, আমাকে দেখে জোড় যাবত বাধ্য করে মিছিলের সামনে নিয়ে ছবি তোলে। আমি ভয়েও এর প্রতিবাদ করতে পারিনি। এরপর থেকে ফ্যাসিষ্ট সরকারের আমলে নিরাপত্তাহীনতায় একপর্যায়ে ঘরবন্দির মতো নিজ এলাকায় জীবন-যাপন করে আসছি।
৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর নিজেকে স্বাধীন মনে হলেও বর্তমানে একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রে আমি আরারও সেই ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের সময়কালের মত আতংকে রয়েছি। ফের নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি।
ওই কুচক্রি মহলটি আমাকে রাজনৈতিক ও সামাজিক ভাবে, হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্ন সময় মিথ্যা, বানোয়াট ও ভিক্তিহীন অপপ্রচার চালাচ্ছে। আমি এ ষড়যন্ত্রকারীদের হাত থেকে মুক্তি চাই। এ বিষয়ে আমি আমার দলের শীর্ষ নেতৃবন্দের সহায়তা কামনা করছি।
মঙ্গবার (২৪ ডিসেম্মবর) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় সংবাদ সম্মেলন করে তিনি সাংবাদিকদের সামনে এসব কথা তুলে ধরেন। কথা বলার এক পর্যায়ে তিনি আবেগাপ্লাবুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
এ সময় মো: জাকির হোসেন আরও বলেন, আমি ১৯৯৬ সাল থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমার রাজনীতির অভিভাবক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জনাব এমএ হালিম জুয়েল ভাই। আমরা একসাথে লড়াই-আন্দোলন সংগ্রামসহ বিএনপির বিভিন্ন কর্মসূচী পালন করেছি।
আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এদিকে এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এমএ হালিম জুয়েলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, জাকির হোসেন দীর্ঘদিন যাবৎ আমাদের বিএনপির রাজনীতি করে। যুবদল করতো, পরে আমি ওয়ার্ড বিএনপির কমিটি করে, সেখানে ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নল, সহ সভাপতি ছামির আলী ও সাংগঠনিক সম্পাদক করা হয় জাকির হোসেনকে।
এমএ হালিম জুয়েল বলেন আমাদের সাথে আন্দোলন সংগ্রাম সহ বিএনপির বিভিন্ন মিটিং-মিছিল ও সমাবেশ কর্মসূচীতে অংশ গ্রহন করেছে। এখনো পর্যন্ত দেখিনি কোন মানুষের সাথে বেয়াদবি বা কোন খারাপ ব্যবহার করতে। আসলে জাকির ছেলেটা সাদা-সিধা সহজ স্বরল মানুষ। তাকে নিয়ে পতিত স্বৈরাচারী কুচক্রি মহল অপপ্রচার চালাচ্ছে।
মন্তব্য করুন